ফলাফল ঘোষণা

কিভাবে ভোট গণনা এবং ফলাফল ঘোষণা করা হয়, সেই বিষয়ে বিস্তারিত বিবরণ।


ভোট গণনা

ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর প্রিজাইডিং অফিসার ভোট গণনা শুরু করতে পারেন।

• ব্যালট পেপারপূর্ণ স্বচ্ছ ব্যালট বাক্স খোলা • প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে ব্যালট পেপার পৃথকভাবে সাজানো এবং ব্যালট পেপার গণনা • বাতিলকৃত ভোট অর্থাৎ যে সব ভোট গণনা করা যাবে না সেগুলোকে পৃথক করা • ভোট গণনার ফলাফলের বিবরণী প্রস্তুতকরণ • ব্যালট পেপারের হিসাব বিবরণী প্রস্তুতকরণ • ভোট গণনার বিবরণী ও ব্যালট পেপারের হিসাব বিবরণীতে এজেন্টের সাক্ষর গ্রহন • ভোট গণনার বিবরণী প্রদান • নির্বাচনি কাগজপত্র বিভিন্ন প্যাকেটে পৃথক করে রাখা • প্রিজাইডিং অফিসার সব প্যাকেট রিটার্নিং অফিসারের কাছে পাঠাবেন

প্রিজাইডিং অফিসার সিলকৃত প্রত্যেক ব্যালট বাক্স খুলবেন।

ভোটকেন্দ্রে উপস্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা নির্বাচনী এজেন্ট অথবা পোলিং এজেন্টগণ উপস্থিত থাকলে তাদের সামনে ভোট গণনা করা হয়।

ব্যালট পেপারগুলো প্রিজাইডিং অফিসার গণনার উদ্দেশ্যে – ক) প্রত্যেক প্রার্থীর ভোটগুলো আলাদা আলাদা করে সাজাবেন খ) যে সব ব্যালট পেপার কোন প্রার্থীর পক্ষে বোঝা না গেলে সেগুলো আলাদা করে রাখবেন।

• যে সমস্ত ব্যালট পেপারে কোন অফিসিয়াল চিহ্ন নেই • সরবরাহকৃত সিলের নির্ধারিত চিহ্ন ছাড়া অন্য লেখা বা চিহ্ন থাকলে • ভোটার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভোট দিয়েছেন, তা নির্দেশ করে নির্ধারিত চিহ্ন দেয়া না থাকে • সুস্পষ্টভাবে বোঝা যায় না এমন কোন চিহ্ন দ্বারা ভোট প্রদান করা হয়েছে • যদি দুটি প্রতীকের মাঝের ফাঁকা স্থানে রাবার ষ্ট্যাম্পের চিহ্ন পড়ে

প্রিজাইডিং অফিসার প্রতিটি প্রার্থীর প্রাপ্ত ভোট গণনা করবেন এবং পৃথক পৃথক প্যাকেটে ব্যালট পেপারগুলো রাখবেন আপত্তিকৃত ব্যালট পেপার গুলো প্রার্থীর প্রাপ্ত বৈধ ভোট হিসেবে গণনা করবেন ত্রুটিপূর্ণ ব্যালট পেপারগুলো গণনা থেকে বাদ দিবেন। বৈধ ও অবৈধ আপত্তিকৃত ব্যালট পেপারসমূহ আলাদা মোড়কে রাখবেন । আপত্তিকৃত ব্যালট পেপারগুলো গণনার পর বৈধ ও অবৈধ আপত্তিকৃত ব্যালট পেপারের প্যাকেটসমূহ ভোটকেন্দ্রের আপত্তিকৃত ব্যালট পেপার নামাঙ্কিত একটি প্রধান প্যাকেটে রেখে সিল করবেন। প্রত্যেক প্যাকেটের মধ্যে রক্ষিত ব্যালট পেপারের সংখ্যা সম্পর্কে একটি প্রত্যয়নপত্র প্রদান করবেন এবং প্রত্যেক প্যাকেটের উপর স্বাক্ষর দেবেন । প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা তাদের নির্বাচনী এজেন্ট অথবা পোলিং এজেন্ট যদি প্যাকেটের উপর স্বাক্ষর ও সিল প্রদান করতে ইচ্ছা প্রকাশ করেন তবে তাদের ইচ্ছা পূরণ করতে হবে।

প্রিজাইডিং অফিসার ভোট পুনঃগণনা করতে পারবেন যদি- প্রয়োজন বিবেচনা করলে নিজ উদ্যোগে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বা নির্বাচনী এজেন্টের বা পোলিং এজেন্টের সুনির্দিষ্ট লিখিত আবেদনের প্রেক্ষিতে এবং আবেদনটি যুক্তিযুক্ত হলে।

প্রিজাইডিং অফিসার ভোট গণনার ফলাফলের বিবরণ প্রস্তুত করেন।

প্রিজাইডিং অফিসার নির্ধারিত ফরমে, প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনুকূলে এবং গণনা থেকে বাদ দেয়া ব্যালট পেপারের সংখ্যা অংকে ও কথায় উল্লেখ করে বিবরণী প্রস্তুত করবেন।

ফলাফল

ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষে হওয়ার পর ভোট গণনা শুরু হয়। ভোটের গণনা শেষ হলে যে ফলাফল পাওয়া যায় সেটাই বেসরকারি ফলাফল।

নির্বাচন কমিশন থেকে গেজেট আকারে যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয় সেটাই সরকারি ফলাফল।

রিটার্নিং অফিসার তার অফিসে একটি ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ স্থাপন করেন। বিভিন্ন কেন্দ্র থেকে আগত ফলাফল এই কেন্দ্রে জমা হতে থাকে। এভাবে রিটার্নিং অফিসার প্রাথমিক বেসরকারি ফলাফল সংগ্রহ করেন।

নির্বাচন কমিশন সচিবালয়ে একটি ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র স্থাপন করা হয়। ভোট গ্রহণ শেষ হবার পর রিটার্নিং অফিসার নির্বাচন কমিশন সচিবালয়ে এই ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে প্রাথমিক বেসরকারি ফলাফল পাঠিয়ে দেন।

বেসরকারি ফলাফল প্রচার কালে রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে’ প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা তাদের নির্বাচনী এজেন্ট অথবা দলের প্রতিনিধি এবং অন্যান্য সংগঠন যেমন – স্থানীয় প্রেস ক্লাব এবং বারের সভাপতি বা সাধারণ সম্পাদক অথবা তাদের প্রতিনিধিকে লিখিতভাবে আমন্ত্রণ জানাতে হবে ।

রিটার্নিং অফিসার প্রাথমিক বেসরকারি ফলাফল নির্বাচন কমিশনের সচিবালয়ে টেলিফোনের মাধ্যমে জানানোর সাথে সাথে নির্ধারিত ‘বার্তা প্রেরণ সীট’ এর মাধ্যমে ফ্যাক্স যোগে প্রেরণ করেন। রিটার্নিং অফিসার নিজে সেই ফলাফল সীটে স্বাক্ষর করেন এবং স্বাক্ষরের নিচে তাঁর ফোন নম্বর প্রদান করবেন। এছাড়াও নির্বাচন কমিশন দ্রুত ও নির্ভুলভাবে নির্বাচনের ফলাফল তৈরি ও প্রকাশের জন্য Result Management Software তৈরি করেছে । এই সফটওয়ার ব্যবহার করে ভোটকেন্দ্র ভিত্তিক ফলাফল ও একীভূত ফলাফল ইন্টারনেটের মাধ্যমে প্রেরণ করতে পারেন।

রিটার্নিং অফিসার ফলাফল একত্রীকরণের জন্য তারিখ, সময় এবং স্থান সম্পর্কে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের নির্বাচনী এজেন্টগণকে একটি লিখিত নোটিশ প্রদান করেন, এবং তাদের মধ্যে যারা হাজির থাকবেন তাদের সামনে ফলাফল একত্রীকরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে সমস্ত পোস্টাল ব্যালট পেপার রিটার্নিং অফিসারের নিকট পৌঁছাবে সেগুলো প্রিজাইডিং অফিসারের নিকট থেকে প্রাপ্ত ফলাফলের সাথে যোগ করে প্রত্যক প্রার্থীর ফলাফল নির্ধারণ করবেন।

কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার নির্বাচনী এজেন্ট কর্তৃক যদি লিখিতভাবে প্রিজাইডিং অফিসারের গণনা সম্পর্কে আপত্তি করা হয় এবং রিটার্নিং অফিসার ঐ আপত্তির যথার্থতা সম্পর্কে সন্তুষ্ট হন অথবা তিনি কমিশন কর্তৃক তা করতে বাধ্য হন তখন ব্যালট পেপারসমুহ পুনরায় গণনা করা হয়।

যদি কোন নির্বাচনী এলাকায় ফলাফল একত্রীকরণের পর দেখা যায় যে, দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমান সংখ্যক ভোট পেয়েছেন সেক্ষেত্রে, রিটার্নিং অফিসার তৎক্ষণাৎ অনুরূপ প্রার্থীগণ সম্পর্কে লটারির মাধ্যমে ফলাফল নির্ধারণ করবেন। লটারি যে প্রার্থীর অনুকূলে পড়বে তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন বলে গণ্য হবে, যা তাকে নির্বাচিত বলে ঘোষিত হওয়ার অধিকারী করবে। উপস্থিত সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের নির্বাচনী এজেন্টদের সামনে লটারি হবে। রিটার্নিং অফিসার এই লটারির পুরো কার্যক্রমটি কার্যবিবরণীতে লিপিবদ্ধ করবেন। লিপিবদ্ধ কার্যবিবরণীতে উপস্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এবং তাদের নির্বাচনী এজেন্টগণের স্বাক্ষর গ্রহণ করতে হবে।

হ্যাঁ, কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা নির্বাচনী এজেন্ট সিলগালাকৃত প্যাকেটে তাদের সিলমোহর সংযুক্ত করতে পারবে ।