প্রার্থীর তথ্য

নির্বাচনে দাঁড়ানো প্রার্থীর বিষয়ে নানান তথ্য এখানে আছে।
যোগ্য প্রার্থী নির্বাচিত করতে হলে প্রার্থী সম্পর্কে আমাদের জানতে হবে

 
যোগ্য প্রার্থীকে ভোট দিতে হলে প্রার্থী সম্পর্কে জানতে হবে। প্রার্থী সম্পর্কে জানতে আমরা সরাসরি চলে যাবো নির্বাচন কমিশনের ওয়েবসাইটে।
প্রার্থীর বিষয়ে নানা তথ্য এখানে আছে। কিভাবে খুঁজবো? • প্রার্থী কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে সেই নির্দিষ্ট আসনটি সিলেক্ট করুন; • এবার ধরন থেকে ‘বৈধ’ সিলেক্ট করুন। • ‘Show Candidates’ লেখা অপশনটি চাপুন। • প্রার্থীদের তালিকার একটি পেইজ আসবে। এবার প্রার্থীদের নামের ডানপাশে ‘হলফনামা’ অপশনটি ক্লিক করুন। • এখানে প্রার্থীর শিক্ষা, পেশা, আয়ের উৎস, প্রার্থী বা তার উপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের বিবরণ এবং • গত নির্বাচনের প্রতিশ্রুতি কতটুকু পুরণ করেছেন সেই সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন।
বাংলাদেশ নির্বাচন কমিশন